ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বকেয়া বেতন দাবিতে

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 54
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বকেয়া বেতন পরিশোধের দাবি এবং এক শ্রমিককে মারধরের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। এ ঘটনায় উভয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা চালাচ্ছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় অবস্থিত বিএসআইএস অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা অফিসগামী যাত্রীদের চরম দুর্ভোগে ফেলে।

আরও পড়ুন: শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাই আটক

এদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি পোশাক কারখানায় এক শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে স্থানীয় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় ওই সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর জন্য আলোচনা চলছে। তিনি বলেন, “শ্রমিকদের দাবি মেটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।”

এদিকে, শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের ইটাহাটা ও ইসলামপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা নিরাপত্তার স্বার্থে ছুটি ঘোষণা করেছে। এছাড়াও আরও কয়েকটি কারখানায় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের দাবি মেটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও তাদের ন্যায্য দাবি পূরণ না করা পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বকেয়া বেতন দাবিতে

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:২২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

বকেয়া বেতন পরিশোধের দাবি এবং এক শ্রমিককে মারধরের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। এ ঘটনায় উভয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা চালাচ্ছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় অবস্থিত বিএসআইএস অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা অফিসগামী যাত্রীদের চরম দুর্ভোগে ফেলে।

আরও পড়ুন: শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাই আটক

এদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি পোশাক কারখানায় এক শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে স্থানীয় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় ওই সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর জন্য আলোচনা চলছে। তিনি বলেন, “শ্রমিকদের দাবি মেটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।”

এদিকে, শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের ইটাহাটা ও ইসলামপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা নিরাপত্তার স্বার্থে ছুটি ঘোষণা করেছে। এছাড়াও আরও কয়েকটি কারখানায় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের দাবি মেটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও তাদের ন্যায্য দাবি পূরণ না করা পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।