ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, রোগীদের ভোগান্তি

- আপডেট সময় : ১০:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 48
স্বাস্থ্যখাতে বিভিন্ন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে তিন দিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ শুরু হয়। গতকাল সোমবার শুরু হওয়া এই কর্মসূচি আগামীকাল ১২ মার্চ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
কর্মবিরতি পালন করা চিকিৎসকদের দাবিগুলো হলো- এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না, ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করা, স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসন, ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন। এসব দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে নতুন কর্মসূচিতে যাওয়ার কথা জানান তারা।
আজ দুপুর আড়াইটা পর্যন্ত (অফিস সময় শেষ অবধি) কর্মবিরতি চালিয়ে যান চিকিৎসকরা। এদিকে চিকিৎসকদের কর্মবিরতির ফলে কুমিল্লা ও এর আশপাশের জেলাগুলো থেকে আসা রোগীরা পড়েছেন চিকিৎসা বিড়ম্বনায়।
ক্যাজুয়ালটি বিভাগে ভর্তিরত আমির হামজা নামের এক রোগীর স্বজন বলেন, ইন্টার্ন চিকিৎসকরা থাকলে যেকোনো সমস্যার বিষয়ে তাদের জানানো যায় সহজে। কিন্তু বড় ডাক্তারদের খুঁজেই পাওয়া যায় না।
নাসিমা আক্তার নামে নারী ওয়ার্ডের এক রোগীর স্বজন বলেন, ডাক্তারদের কাজ হলো চিকিৎসাসেবা দেওয়া। কিন্তু তারা রোগীদের সেবা না দিয়ে মিছিল করছে। রোগীর সেবা বন্ধ করে এটা কেমন কর্মসূচি!
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নিশাত সুলতানা বলেন, ইন্টার্ন চিকিৎসকরা কর্মসূচি পালন করায় সকল সরকারি চিকিৎসকদের নিজ নিজ বিভাগের সেবার কার্যক্রম চালিয়ে যেতে আদেশ দেওয়া হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও হাসপাতালের জরুরি সেবা যেমন- অবস্ ভর্তি, ক্যাজুয়ালটি, সিসিইউ এবং আইসিইউ সেবা চলমান রয়েছে।