ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

অপূর্বের পরিবারকে সহায়তার আশ্বাস দিলেন তারেক রহমান

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
  • আপডেট সময় : ১০:৪২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 58
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বের (২৫) পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অপূর্বের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

গতকাল সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের মাসদাইর এলাকায় নিহত অপূর্বের বাড়িতে যান কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিক রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিরব প্রমুখ।

আরও পড়ুন: ‘ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে সাত দিনের মধ্যে শক্তভাবে অবস্থান নিন’

এরপর ছাত্রদল নেতাদের মাধ্যমে ফোনে অপূর্বের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

ফোনে তারেক রহমান নিহত অপূর্বের মা-বাবাকে বলেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমিও আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনার চেয়ে বেশি তো কিছু নেই। আমরা আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করবো এ ঘটনার সঙ্গে জড়িতদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

তারেক রহমান আরও বলেন, বিগত ১৬ বছরে আমাদের দলের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে আমরা আপনার পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।

এর আগে গত ৯ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে চাষাড়া বালুরমাঠ এলাকায় অপূর্বকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে এ ঘটনায় জড়িত সম্রাটকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

অপূর্বের পরিবারকে সহায়তার আশ্বাস দিলেন তারেক রহমান

আপডেট সময় : ১০:৪২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বের (২৫) পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অপূর্বের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

গতকাল সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের মাসদাইর এলাকায় নিহত অপূর্বের বাড়িতে যান কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিক রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিরব প্রমুখ।

আরও পড়ুন: ‘ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে সাত দিনের মধ্যে শক্তভাবে অবস্থান নিন’

এরপর ছাত্রদল নেতাদের মাধ্যমে ফোনে অপূর্বের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

ফোনে তারেক রহমান নিহত অপূর্বের মা-বাবাকে বলেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমিও আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনার চেয়ে বেশি তো কিছু নেই। আমরা আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করবো এ ঘটনার সঙ্গে জড়িতদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

তারেক রহমান আরও বলেন, বিগত ১৬ বছরে আমাদের দলের বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে আমরা আপনার পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।

এর আগে গত ৯ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে চাষাড়া বালুরমাঠ এলাকায় অপূর্বকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে এ ঘটনায় জড়িত সম্রাটকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।