ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

- আপডেট সময় : ০৪:৪৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / 53
নোয়াখালীর বেগমগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা একটি ওষুধের কার্টনে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রিয়াজুল জান্নাহ মাদরাসার পাশে প্রধান সড়কের পশ্চিম দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঢাকায় আজ তাপমাত্রা বৃদ্ধি, গরমের তীব্র অনুভূতি
পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা গেছে, বিকেল পৌনে ৪টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেন যে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ-পশ্চিমে রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার পাশে একটি ওষুধের কার্টন পড়ে আছে। কার্টনের ভেতরে এক নবজাতকের মরদেহ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুর মরদেহ। পরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এক দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। পাশাপাশি, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সূত্র: ঢাকা পোস্ট