ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

‘ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে সাত দিনের মধ্যে শক্তভাবে অবস্থান নিন’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 46
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান ধর্ষণ ও নারীদের ওপর নিপীড়নের ঘটনাগুলোতে সাত দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে শক্তভাবে অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি  শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দল আয়োজিত ধর্ষণবিরোধী ও ধর্ষকদের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, একটা জরিপে দেখা গেছে, এ দেশের ৭০ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় বসবাস করে। মাত্র ৩০ শতাংশ নারী নিরাপদে রয়েছে। অথচ বাংলাদেশে আমরা নারীদের সুরক্ষা দিতে পারছি না। তাই ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে আপনাদের সাত দিন সময় দিচ্ছি। এ সাত দিনের মধ্যে শক্তভাবে অবস্থান নেন। না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবো। আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, রোগীদের ভোগান্তি

তিনি বলেন,  ৫ই আগস্টের পর সরকারের প্রতি এত দ্রুত সময়ে আমাদের দাবি নিয়ে দাঁড়াতে হবে আমরা চিন্তা করি নাই। তারপরও আমাদের দাঁড়াতে বাধ্য করা হয়েছে। মৃত্যুশয্যায় পতিত মেয়েটির মেডিক্যাল রিপোর্টটা যদি ব্যাখ্যা  করি কত নির্মমভাবে তারা রিপোর্টটি তৈরি করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের মা-বোন ও শিশুরা নানা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমার মনে হচ্ছে এটা একটা প্ল্যান। আমাদের কন্সপাইরেসিতে ফেলার জন্য এ কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা দেখেছি প্রায় ২ লক্ষ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন। এমনকি ২৪ সালের আন্দোলনেও নারীরা অগ্রভাগে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজ আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না। এটা সরকারের লজ্জা, আমাদের লজ্জা।

নিউজটি শেয়ার করুন

‘ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে সাত দিনের মধ্যে শক্তভাবে অবস্থান নিন’

আপডেট সময় : ১০:২৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

চলমান ধর্ষণ ও নারীদের ওপর নিপীড়নের ঘটনাগুলোতে সাত দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে শক্তভাবে অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি  শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দল আয়োজিত ধর্ষণবিরোধী ও ধর্ষকদের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, একটা জরিপে দেখা গেছে, এ দেশের ৭০ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় বসবাস করে। মাত্র ৩০ শতাংশ নারী নিরাপদে রয়েছে। অথচ বাংলাদেশে আমরা নারীদের সুরক্ষা দিতে পারছি না। তাই ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে আপনাদের সাত দিন সময় দিচ্ছি। এ সাত দিনের মধ্যে শক্তভাবে অবস্থান নেন। না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবো। আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, রোগীদের ভোগান্তি

তিনি বলেন,  ৫ই আগস্টের পর সরকারের প্রতি এত দ্রুত সময়ে আমাদের দাবি নিয়ে দাঁড়াতে হবে আমরা চিন্তা করি নাই। তারপরও আমাদের দাঁড়াতে বাধ্য করা হয়েছে। মৃত্যুশয্যায় পতিত মেয়েটির মেডিক্যাল রিপোর্টটা যদি ব্যাখ্যা  করি কত নির্মমভাবে তারা রিপোর্টটি তৈরি করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের মা-বোন ও শিশুরা নানা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমার মনে হচ্ছে এটা একটা প্ল্যান। আমাদের কন্সপাইরেসিতে ফেলার জন্য এ কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা দেখেছি প্রায় ২ লক্ষ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন। এমনকি ২৪ সালের আন্দোলনেও নারীরা অগ্রভাগে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজ আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না। এটা সরকারের লজ্জা, আমাদের লজ্জা।