নন্দীগ্রামে জাকের পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / 174
পবিত্র রমজান মাস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) নন্দীগ্রাম উপজেলার হাজী নুরুন্নবী সুপার মার্কেট প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ ফয়সাল বিন শফিক (সনি)।
আরও পড়ুন: স্বামীর সহযোগিতায় স্ত্রীর ওপর নারকীয় গণধর্ষণ, গ্রেফতার ২
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেখ নাসির উদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জাকের পার্টির স্থানীয় নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রথম পোস্ট/শরিফ