শাহপরাণ মাজার এলাকা থেকে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ

- আপডেট সময় : ০৩:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / 67
সিলেটে মানসিক ভারসাম্যহীন এক তরুণী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। নগরীর শাহপরাণ (রহ.)-এর মাজার এলাকা থেকে তাকে একটি লেগুনায় তুলে নিয়ে ধর্ষণ করে দুই ব্যক্তি।
বুধবার (১২ মার্চ) সকালে তরুণীর বাবা এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—লেগুনাচালক আবদুর রহিম ও তার সহকারী মোহাম্মদ রাকিব মিয়া, যাদের বাড়ি নগরীর শাহপরাণ এলাকায়।
আরও পড়ুন: স্বামীর সহযোগিতায় স্ত্রীর ওপর নারকীয় গণধর্ষণ, গ্রেফতার ২
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুপুরে অভিযুক্তদের আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
পুলিশের তথ্যমতে, মঙ্গলবার ভোরে শাহপরাণ (রহ.)-এর মাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে লেগুনায় তুলে নিয়ে যান দুই ব্যক্তি। পরে খাদিম এলাকার ছড়াগাঁও চা-বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ফেলে রেখে যান। স্থানীয়দের সহায়তায় তরুণীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী তরুণীর ছোট বোন জানান, তাদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। কয়েক দিন আগে তার বোন হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান এবং প্রথমে শাহজালাল (রহ.)-এর মাজার ও পরে শাহপরাণ (রহ.)-এর মাজার এলাকায় অবস্থান করেন।