বেতনের দাবিতে কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ

- আপডেট সময় : ০৭:২৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 49
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোনাবাড়ী উড়ালসড়কের পাশে এ বিক্ষোভ শুরু হলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের আগেই জানানো হয়েছিল যে গত মাসের বেতন চলতি মাসের ২০ তারিখে দেওয়া হবে এবং ২৭ মার্চ দেওয়া হবে বোনাস। তবে মার্চ মাসের বেতন কবে দেওয়া হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: বাড্ডায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
গতকাল (বুধবার) শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁদের জানানো হয়, আজ তথ্য জানানো হবে। আজ সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকেরা বিষয়টি আবার জানতে চাইলে কর্তৃপক্ষ কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত দিতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে বেলা ১১টার দিকে মহাসড়কে নেমে আসেন।
কারখানার শ্রমিক আসাদুল ইসলাম বলেন, “আমরা জানতে চেয়েছিলাম বেতন কবে পাব, কিন্তু কর্তৃপক্ষ পরিষ্কার কোনো উত্তর দেয়নি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নামতে হয়েছে।”
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।
সূত্র: প্রথম আলো