বগুড়ায় শিশু ধর্ষণে অভিযুক্ত আসামি নূর ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
- ০৭:৩১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 111
বগুড়ায় ৬ বছরের দুই শিশুকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মো. নূর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে কাহালু থানার পাইকর শাহানাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি নূর ইসলাম পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।
আরও পড়ুন: শিক্ষকের খামার থেকে গরু চুরি: পালানোর সময় ৩ চোর গ্রেপ্তার
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।