ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

সদরপুরে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রানা অর্ণব, ফরিদপুর প্রতিনিধি
  • ১০:১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 214
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সদরপুর উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় রোজিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে তার পরিবার পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামে। নিহত রোজিনা বেগম ওই গ্রামের বাচ্চু বেপারীর স্ত্রী।

স্থানীয়দের ভাষ্যমতে, রোজিনা বেগমের নিজ জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। রাতের বেলা বালু ভর্তি ট্রাক এলে তিনি কাজ তদারকির জন্য বাইরে যান। বালু ফেলার পর ট্রাক ঘুরানোর সময় হঠাৎই পিছনে দাঁড়িয়ে থাকা রোজিনা বেগম চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ সময় চালক সোহেল মাতুব্বর ও কনট্রাক্টর রিংকু খাঁন ট্রাক রেখে দ্রুত পালিয়ে যান।

নিহতের স্বামী বাচ্চু বেপারী বলেন, “বালু ফেলার পরও ট্রাকে অর্ধেক বালু অবশিষ্ট ছিল। আমার স্ত্রী বিষয়টি নিয়ে চালক ও কনট্রাক্টরের সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ট্রাক চালিয়ে তাকে হত্যা করে।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. মোতালেব বলেন, “নিহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে ট্রাকের মালিক, চালক ও কনট্রাক্টরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তদন্তের পর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে। পুলিশ বলছে, প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

প্রথম পোস্ট/ শরিফ

সদরপুরে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

১০:১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় রোজিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে তার পরিবার পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামে। নিহত রোজিনা বেগম ওই গ্রামের বাচ্চু বেপারীর স্ত্রী।

স্থানীয়দের ভাষ্যমতে, রোজিনা বেগমের নিজ জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। রাতের বেলা বালু ভর্তি ট্রাক এলে তিনি কাজ তদারকির জন্য বাইরে যান। বালু ফেলার পর ট্রাক ঘুরানোর সময় হঠাৎই পিছনে দাঁড়িয়ে থাকা রোজিনা বেগম চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ সময় চালক সোহেল মাতুব্বর ও কনট্রাক্টর রিংকু খাঁন ট্রাক রেখে দ্রুত পালিয়ে যান।

নিহতের স্বামী বাচ্চু বেপারী বলেন, “বালু ফেলার পরও ট্রাকে অর্ধেক বালু অবশিষ্ট ছিল। আমার স্ত্রী বিষয়টি নিয়ে চালক ও কনট্রাক্টরের সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ট্রাক চালিয়ে তাকে হত্যা করে।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. মোতালেব বলেন, “নিহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে ট্রাকের মালিক, চালক ও কনট্রাক্টরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তদন্তের পর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে। পুলিশ বলছে, প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

প্রথম পোস্ট/ শরিফ