কালুখালীতে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

- ০৫:৩১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 84
রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের তিনদিন পর পদ্মা নদী থেকে নিরব শেখ (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত নিরব শেখের বাবা জিয়ারুল শেখ অভিযোগ করেছেন, ছেলেকে অপহরণের পর মুক্তিপণ চাওয়া হয়েছিল। তিনি জানান, গত ২০ মার্চ (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে মাধবপুর বাজারে যাওয়ার জন্য বের হয় নিরব। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ফেসবুকে তার ছবি দিয়ে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেন।
আরও পড়ুন: পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর
পরদিন (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে জানানো হয় যে নিরব তাদের কাছে আছে এবং তাকে ফিরে পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। এরপর থেকে সেই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের পর নিরবের বাবা ২২ মার্চ কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ২৩ মার্চ সকালে মাধবপুর এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় এক কিশোরের মরদেহ দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। সেখানে গিয়ে জিয়ারুল শেখ তার ছেলের মরদেহ শনাক্ত করেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে।