ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • ০৫:৩৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 116
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে ইব্রাহিম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকার বাসিন্দা।

শনিবার (২৪ মার্চ) দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনার জন্য নিরাপত্তা সরঞ্জামের অভাবকে দায়ী করেছেন নির্মাণশ্রমিকরা। তাদের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। তারা বারবার নিরাপত্তা সরঞ্জাম চেয়ে আবেদন করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এনকেটি-এনএইচই (জেবি) কোনো ব্যবস্থা নেয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, “শ্রমিকের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। নির্মাণ প্রকল্পে বিভিন্ন সময় নতুন কোম্পানি আসে ও মালিকানা পরিবর্তন হয়। নিহত শ্রমিক এনকেটি-এনএইচই কোম্পানির অধীনে কাজ করছিলেন।”

নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

০৫:৩৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে ইব্রাহিম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকার বাসিন্দা।

শনিবার (২৪ মার্চ) দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনার জন্য নিরাপত্তা সরঞ্জামের অভাবকে দায়ী করেছেন নির্মাণশ্রমিকরা। তাদের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। তারা বারবার নিরাপত্তা সরঞ্জাম চেয়ে আবেদন করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এনকেটি-এনএইচই (জেবি) কোনো ব্যবস্থা নেয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, “শ্রমিকের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। নির্মাণ প্রকল্পে বিভিন্ন সময় নতুন কোম্পানি আসে ও মালিকানা পরিবর্তন হয়। নিহত শ্রমিক এনকেটি-এনএইচই কোম্পানির অধীনে কাজ করছিলেন।”