ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • ০৭:৪৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 111
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গনঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ সোমবার (২৪ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্যরা গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অধীনে ঘটে যাওয়া গুম, হত্যা ও খুনের বিচার দাবি করেন।

এছাড়া, শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্বারকলিপি প্রদান করার ঘোষণা দেন। তারা স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে রাখা যাবে না। যদি কোনো দল বা গোষ্ঠী এই দলকে পুনরায় ক্ষমতায় আনতে আঁতাত করে, তাহলে তারা দেশের শত্রু হিসেবে গণ্য হবে।

মানববন্ধনে শহীদ পরিবারের সদস্যরা সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, বর্তমান সরকার শহীদ পরিবারের প্রতি উদাসীন। তারা অভিযোগ করেন, বিগত আট মাসেও শহীদদের মামলার আসামিদের গ্রেফতার করা হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী এসব মামলার তদন্তে গড়িমসি করছে।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ সংগঠনটি ২২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে এবং বর্তমানে ৩০ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী পরিষদ কমিটি রয়েছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

০৭:৪৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

গনঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ সোমবার (২৪ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্যরা গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অধীনে ঘটে যাওয়া গুম, হত্যা ও খুনের বিচার দাবি করেন।

এছাড়া, শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্বারকলিপি প্রদান করার ঘোষণা দেন। তারা স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে রাখা যাবে না। যদি কোনো দল বা গোষ্ঠী এই দলকে পুনরায় ক্ষমতায় আনতে আঁতাত করে, তাহলে তারা দেশের শত্রু হিসেবে গণ্য হবে।

মানববন্ধনে শহীদ পরিবারের সদস্যরা সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, বর্তমান সরকার শহীদ পরিবারের প্রতি উদাসীন। তারা অভিযোগ করেন, বিগত আট মাসেও শহীদদের মামলার আসামিদের গ্রেফতার করা হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী এসব মামলার তদন্তে গড়িমসি করছে।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ সংগঠনটি ২২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে এবং বর্তমানে ৩০ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী পরিষদ কমিটি রয়েছে।