ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

কক্সবাজারে খাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 52
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে একটি খাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খেলতে বের হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় তাদের মরদেহ পাওয়া যায়। ঘটনাটি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান।

নিহত শিশুরা হলো জালালাবাদ ইউনিয়নের পূর্ব বাহারছড়া এলাকার বাসিন্দা ইউসূফ নবীর মেয়ে রিয়া মনি (১০), মনজুর আলমের মেয়ে মরিয়ম বেগম (৯) এবং জাফর আলমের মেয়ে তসলিমা আক্তার (৯)।

পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি মো. মছিউর রহমান জানান, সোমবার দুপুর দেড়টার দিকে এই তিন বান্ধবী খেলতে বের হয়েছিল। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। পরে খালে মরদেহ ভাসতে দেখা যায় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে, ঘটনার সঠিক কারণ নির্ধারণে পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে খাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে একটি খাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খেলতে বের হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় তাদের মরদেহ পাওয়া যায়। ঘটনাটি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান।

নিহত শিশুরা হলো জালালাবাদ ইউনিয়নের পূর্ব বাহারছড়া এলাকার বাসিন্দা ইউসূফ নবীর মেয়ে রিয়া মনি (১০), মনজুর আলমের মেয়ে মরিয়ম বেগম (৯) এবং জাফর আলমের মেয়ে তসলিমা আক্তার (৯)।

পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি মো. মছিউর রহমান জানান, সোমবার দুপুর দেড়টার দিকে এই তিন বান্ধবী খেলতে বের হয়েছিল। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। পরে খালে মরদেহ ভাসতে দেখা যায় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে, ঘটনার সঠিক কারণ নির্ধারণে পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।