গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল গৃহবধূর, পুড়ে মরলো গবাদিপশুও

- ০৪:৩৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / 27
জামালপুরের মাদারগঞ্জে গোয়াল ঘরে মশা তাড়াতে ধোঁয়া দেওয়ার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে কুলসুম বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম বেগম ওই এলাকার বাসিন্দা জাক্কু মণ্ডলের স্ত্রী।
আরও পড়ুন: পাবনায় খেলনা পিস্তল দিয়ে ডাকাতির চেষ্টা, দুই যুবক আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর উদ্দেশ্যে খড় জ্বালিয়ে ধোঁয়া তৈরি করছিলেন কুলসুম বেগম। এক পর্যায়ে খড় থেকে আগুন ছড়িয়ে পড়ে গোয়াল ঘরে। গরু ও ছাগলগুলো বাঁচাতে তিনি ঘরে ঢুকলে গরুর পায়ের নিচে পড়ে গিয়ে আগুনে দগ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডে জাক্কু মণ্ডলের গোয়াল ঘরে থাকা দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতের ছেলে ওমর ফারুক জানান, কয়েকদিন ধরে গোয়াল ঘরের মশারি খোলা ছিল। মশা তাড়ানোর জন্য মা খড় দিয়ে ধোঁয়া দিচ্ছিলেন। আগুন ধরে গেলে মা পশুগুলো বের করতে যান। তখন গরুর পায়ে পড়ে আগুনে পুড়ে মারা যান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রথম পোস্ট/এসআরএ