‘চাঁদা না দেওয়ায়’ ১০ দোকানে তালা, জামায়াত–বিএনপির ৪ জন গ্রেপ্তার

- ১১:১৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / 35
নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেওয়ায় ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা ও বিএনপির এক কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন—জামায়াতে ইসলামীর জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি রুহুল আমিন (৪৫), তাঁর ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), বিএনপি কর্মী হায়দার আলী (৪৮) এবং হায়দারের বাবা মুজিবর রহমান (৭০)।
আরও পড়ুন: গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল গৃহবধূর, পুড়ে মরলো গবাদিপশুও
এ ঘটনায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, আহম্মেদপুর বাজারে থাকা ১০টি দোকান তাদের জমিতে গড়ে তোলা। জমির মালিক হিসেবে জাহাঙ্গীর আলম ছাড়াও নওপাড়া গ্রামের কোরবান আলী, শাহ আলম হোসেন ও মোতালেব হোসেন দাবি করেছেন।
জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, “রুহুল আমিন ও তাঁর ভাইয়েরা দীর্ঘদিন ধরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সোমবার বেলা ১১টার দিকে দেশীয় অস্ত্রসহ ৪০-৫০ জন লোক নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। পরে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। নিরুপায় হয়ে চাঁদা দিয়েই রক্ষা পেতে হয়েছে।”
একই দাবি করেন দোকানি কোরবান আলী। তিনি বলেন, “পরে বিকেলে সেনাবাহিনী ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তালা খোলে এবং ব্যবসা চালুর ব্যবস্থা করে। একই সঙ্গে চারজনকে গ্রেপ্তার করা হয়।”
তবে অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা রুহুল আমিন বলেন, “ওই জমি আমাদের। ব্যবসায়ীরা দখল করে রেখেছে। আমরা আদালতে মামলা করেছি। তবে দোকানে তালা দেওয়ার ঘটনা সঠিক হয়নি।”
বিএনপি কর্মী হায়দার আলী বলেন, “জমি বিরোধ মীমাংসায় জামায়াতের নেতাদের নেতৃত্বে একটি সমঝোতা কমিটি গঠন করা হয়। উভয় পক্ষ ১৫ হাজার টাকা করে জামানত দেয়। দোকানিরা সিদ্ধান্ত না মানায় আমরা জমি দখলে নেই। তবে এভাবে করা ঠিক হয়নি।”
জামায়াতে ইসলামীর জোয়াড়ী ইউনিয়ন শাখার সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মালেক বলেন, “রুহুল আমিন ও তাঁর ভাই দলীয় কর্মী। তাদের বিষয়ে দলের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “চাঁদা না দেওয়ার ঘটনায় ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং আসামিদের আদালতে পাঠানো হবে।”
প্রথম পোস্ট/এসআরএ