সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে শ্বশুর নিহত

- ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 51
পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর হাতে বঁটির আঘাতে শ্বশুর মোজাম (৭০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সঙ্গে পাঁচ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি মানসিক রোগে ভুগছিলেন। তিনি ঢাকাস্থ মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন।
রবিবার রাত ৮টার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা দেখা দেয়। এসময় তিনি হাতের কাছে থাকা বঁটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণ, কেঁপে উঠল ৩০০ মিটার এলাকা
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল রাতেই পরিদর্শন করেছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবার এখনও কোনও অভিযোগ দায়ের করেনি। অপর দিকে, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে এবং তাকে আটক করার চেষ্টা চলছে।
প্রথম পোস্ট/এসএআর