**সদ্যপ্রাপ্ত সংবাদ**
খাগড়াছড়িতে বাসায় ঢুকে ছুরিকাঘাত করে নারীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:৪৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / 34
খাগড়াছড়ির জেলা শহরে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের দক্ষিণ মাথা নামক এলাকায় এই ঘটনা ঘটে। চুমকি ওই এলাকার তপন কান্তি দাশের স্ত্রী। বর্তমানে মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে।
ঘটনার পর পুলিশ সুপার আরেফিন জুয়েল ও সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ছিনতাইয়ে উদ্দেশ্যে এই ঘটনা ঘটে থাকতে জানালেও এর বিস্তারিত জানা যায়নি।
সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, আহত অবস্থায় চুমকি রানীকে সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।