আ. লীগ সভাপতিকে সরকারি জমি দখলের সহায়তা করলেন ইসলামী আন্দোলনের সভাপতি
- আপডেট সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / 127
বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বিমল কুন্ড আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে বাকেরগঞ্জ সদর রোডে শ্রীমন্ত নদীর তীরে সরকারি খাস জমি ও শ্রীমন্ত নদীর তীরের জমি দখল করে দীর্ঘদিন থেকে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। সম্প্রীতি সময়ে ওই দোকান ঘর ভেঙ্গে বড় করে নতুন দোকান নির্মাণ কাজ শুরু করেন বিমল কুন্ড।
সরকারি খাস জমি ও নদীর জমি দখল করে দোকান ঘর নির্মাণের বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে গতকাল ৫ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ফোরকান হোসেন ও কাননগো আফজাল হোসেন সরেজমিনে গিয়ে ওই দোকান ঘর নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়।
৬ ডিসেম্বর শুক্রবার ছুটির দিনে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এসিল্যান্ড ইশমাম হোসেনের নির্দেশ অমান্য করে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সহযোগিতায় আওয়ামী লীগের সভাপতি বিমল কুন্ড দোকান ঘর নির্মাণ কাজ পুনরায় শুরু করে।
৬ ডিসেম্বর শুক্রবার বন্ধের দিন সরকারি জমিতে দোকান ঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলার এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ইমরান খান সালাম সহ কয়েকজন সাংবাদিক সরকারি জমিতে দোকান ঘর নির্মাণের বিষয় জানতে চাইলে ঘটনাস্থানে ইসলামী আন্দোলনের সভাপতি রোকন ডাকুয়া তার দলবল নিয়ে এসে সাংবাদিকদের চাঁদাবাজ বলে হেনস্থা করেন।
এ সময় আওয়ামী লীগের সভাপতি বিমল কুন্ডকে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে ডেকে এনে দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য লিখিতভাবে মুচলেকা নেন। এসিল্যান্ডের কার্যালয়ে সুপারিশের জন্য দলবল নিয়ে হাজির হন ইসলামি আন্দোলনের সভাপতি রোকন ডাকুয়া।
এ সময় রোকন ডাকুয়া আওয়ামী লীগের সভাপতি বিমল কুন্ডর পক্ষ নিয়ে ভূমি অফিসের কার্যালয়ে সাংবাদিকদের সাথে তর্কে জড়ান। বিষয়টি নিয়ে বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ সময় সাংবাদিকরা রোকন ডাকুর কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের প্রশ্নের সঠিক কোন উত্তর দিতে পারেননি। রোকন ডাকুয়ার সাথে থাকা লোকজন সাংবাদিকদের মিথ্যা মামলার হুমকি দেয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশমাম বলেন, সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি মো: সফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় সাংবাদিক ইমরান খান সালাম থানায় একটি জিডি করেছেন।