‘কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না’
- আপডেট সময় : ০১:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / 26
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার হাজেরা মার্কেটের পেছনের মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ একটি দুর্নীতিবাজ দল।
কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। শেখ হাসিনার লজ্জাজনকভাবে বিদায় হয়েছে। এই দুর্নীতিবাজ সংগঠনের আর পরিবর্তন হবে না। তাই আগামী দিনে তাদের রাজনীতি করার অধিকার নেই।
তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। জগন্নাথপুরের মাটিকে বিএনপির ঘাটিতে পরিণত করতে হবে। তাই আগামী দিনের কমিটিতে বিগত দিনের আন্দোলন সংগ্রামে হামলা মামলায় নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।’ তারা যাতে হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে জেলা বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘জগন্নাথপুর একটি সমৃদ্ধ জাতীয়তাবাদী শক্তির ঘাটি। পৃথিবীর অন্যতম নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা জ্বলেপুড়ে ছাড়খার হয়ে গেছে। এখন বিএনপি নেতাকর্মীদের জাতীয়তাবাদী শক্তিতে জ্বলে উঠতে হবে। জেল- জুলুম ও নির্যাতনে শিকার নির্যাতিতরা মূল্যায়িত হবে। আমরা ঐক্যবদ্ধ থাকব।
সুনামগঞ্জের ১৬টি ইউনিটে সবচেয়ে সমৃদ্ধ হবে জগন্নাথপুর। জগন্নাথপুর ঝকঝক করে জ্বলে উঠবে।’
প্রসঙ্গত, জগন্নাথপুরে দীর্ঘদিন ধরে কোন্দল বিরাজ করছিল। তবে বৃহস্পতিবারের কর্মীসভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের নেতৃত্বে বিভক্ত বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।