তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী মৌলভীবাজার জেলা ইজতেমা আজ শেষ
- আপডেট সময় : ০৫:৪২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 82
জেলা ভিত্তিক তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী মৌলভীবাজার জেলা ইজতেমা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শেষ হচ্ছে আজ শনিবার। এবারের ইজতেমায় বিদেশি জামাতসহ জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন জেলার তাবলীগ জামাতের সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বাদ ফজরের নামাজের পর সদর উপজেলার শহরতলীর জগন্নাথপুর পুলিশ লাইন্সের পাশে তাবলীগ জামাতের জেলা মারকাজ মাঠে মহান আল্লাহর প্রতি মানুষের সম্পর্ক তৈরি হয়।
প্রতিটি কাজের মূল উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ,তাকওয়াপূর্ণ জীবন-যাপনে অভ্যস্ত হওয়া সহ ইমান ও আমলের মেহনত সর্ম্পকে আলোচনার আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ৩ দিনব্যাপী জেলা ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। আজ শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ফজরের নামাজের পর হেদায়াতের বয়ান ও আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে তিনদিনের আনুষ্ঠানিকতা জেলা ইজতেমা।
মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইজতেমায় অংশ নিতে তাবলীগের সাথীরা জামাতবন্দি হন বুধবার থেকেই। ইজতেমাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ৯০ দশকে শহরের কাজিরগাঁও এলাকায় তাবলীগ জামাতের জেলা মারকাজের যাত্রা শুরু হয়। তবে ২০১৮ সালের দিকে দেশে তাবলীগ জামাতের মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলবীর অনুসারীদের মধ্যে চরম বিভক্তি দেখা দেয়। এমন পরিস্থিতিতে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের পাশে গোমড়া এলাকায় দেড় একর ভুমি ক্রয় করে তাবলিক জামাতের মারকাজ প্রতিষ্ঠা করা হয়। ২০২৩ সালে এই মারকাজ প্রতিষ্ঠার পর এখান থেকেই চলে আসছে জেলাব্যাপী দাওয়াত ও তাবলীগের কাজ। একই বছর ওই মাঠে হয় জেলা ইজতেমা। ২০১৮ সালের ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রথম বারের মতো তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শহরতলীর জগন্নাথপুর এলাকার গণপূর্ত বিভাগের নিজস্ব জায়গার উপর অনুষ্ঠিত হয়। ওই ইজতেমায় লক্ষাধিক মুসল্লী অংশ নেন।