রংপুরে নজরুলের স্বাধীনতা স্কোয়ারের উদ্বোধন
২৪-এর বিপ্লবের চেতনার বাতিঘর কাজী নজরুল: আব্দুল হাই
- আপডেট সময় : ০৯:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / 24
নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও ডিইউজের সাবেক সভাপতি, নজরুল বিশেষজ্ঞ, কবি আব্দুল হাই শিকদার বলেছেন, ২৪-এর বিপ্লবের কণ্ঠস্বর ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। ২৪ বিপ্লবের চেতনার বাতিঘর ছিলেন তিনি। এই বাতিঘর থেকে আলো বিচ্ছুড়িত হয়েছে। যার প্রতিফলন ঢাকার রাস্তাসহ দেশের প্রতিটি রাস্তাঘাটে গ্রাফিতি, দেয়াল লিখনে দেখা গেছে। আমাদের ছেলেমেয়েরা নজরুলের আলোয় আলোকিত হয়েছে।
বুধবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘কবি নজরুলের স্বাধীনতা স্কোয়ার’-এর উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আব্দুল হাই শিকদার বলেন, স্বাধীনতা সংগ্রামের ’৪৭-এর অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সময় নজরুল প্রবেশ করলেন সাহিত্যে। তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত নজরুল হলো এই জাতির সত্যিকারের আশা-আনন্দ-সংগ্রাম-বেদনা। তার যুদ্ধ, তার ঘাম, তার রক্ত, তার আত্মা, তার দেহ- এ সবকিছুকে মথিত করে যে বাণী উদ্গিরণ করেছেন সে বাণী সেদিনও সত্য ছিল, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সত্য ছিল এবং এই ২৪-এর বিপ্লবেও সত্য হয়েছে।
রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ‘চিরকালের নজরুল: সমকালে সংগ্রামে’ শীর্ষক আলাপচারিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন কবি ও লেখক আব্দুল হাই শিকদার।
আলাপচারিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কেএম জালাল উদ্দীন আকবর, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কারমাইকেল কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য দেন- রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, স্টুডেন্ট ওয়েল ফেয়ারের চেয়ারম্যান গোলাম জাকারিয়া, বৈষম্যবিরোধী আন্দোলন মহানগরের আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক নেতা ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।