আমীরে জামায়াতের আগমন ঘিরে শ্রীমঙ্গলে একযোগে প্রচার মিছিল ও পথসভা
- আপডেট সময় : ০৭:০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / 119
আগামী শনিবার ২১ ডিসেম্বর কর্মীসম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডাঃ শফিকুর রহমান মৌলভীবাজার আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা শাখা-সহ পৌর ও ০৯টি ইউনিয়নের জামায়াত শিবির ও যুব বিভাগ-সহ জামায়াতে অঙ্গ সংগঠনের একযোগে প্রায় দুই হাজারের কর্মী সমার্থক নিয়ে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ ইং, মাগরিবের নামাজের পর শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসেন এর নেতৃত্বে শ্রীমঙ্গল শহরে হবিগঞ্জ রোড কাছারী জামে মসজিদ এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন সড়ক হয়ে রেলওয়ে স্টেশন মোড়ে এসে শেষ হয়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ এর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল। বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাদিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখা-সহ পৌর ও ০৯টি ইউনিয়ন ওয়ার্ড এর জামায়াত-শিবির ও যুব বিভাগ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-সহ জামায়াতে অঙ্গ সংগঠনের সভাপতি-সেক্রেটারি ও নেতা কর্মীরা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশ একটি দেউলিয়া দেশ হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সাংস্কৃতিক সব কিছু ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ এই অভ্রতী অবস্থায় এ দেশ গড়ার জন্য প্রয়োজন, সৎ ও আদর্শবান লোকের প্রয়োজন, আপনাদের কাছে আমরা চ্যালেঞ্জ করি, বাংলাদেশ জামায়তে ইসলামী সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মী এবং দায়িত্বশীল আপনাদের সামনে আমরা পেশ করেছি তারা কোন লুটপাটে নেই, চাঁদাবাজিতে নেই, সরকারি জনসাধারণের সম্পদ আত্মসাতে নেই।
তিনি বলেন, সম্মানিত জনতা আপনাদের কাছে চ্যালেঞ্জ দেওয়ার পর, আমি বলতে চাই এই দেশ ৭১ সালে স্বাধীন হওয়ার পর, সব সরকার এসে লুটে পেটে খেয়েছে আদর্শ লোকের কারণে, এই জন্য জামায়াতে ইসলামী একটি আদর্শ কারিগর সংগঠন, তাই আমি সবাইকে আহবান করব, জামায়াতে সাথে একত্র হয়, এই আল্লাহর জমিনে, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করি।
তিনি আরও বলেন, সম্মানিত দেশবাসী আমি অমুসলিম ভাইদেরকে বলতে চাই আমরা সবাই আদম (আঃ) এর সন্তান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোন পার্থক্য নয়, আমরা হচ্ছি আদমের সন্তান, সবাই আদম (আঃ) এর সন্তান হিসাবে আমরা সবাই ভাই ভাই, এ দেশে আমাদের, এই দেশে আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন, এই দেশকে ঘরেই আমাদের পরবর্তী সন্তানদের জন্য আদর্শ রাষ্ট্র করে যেতে হবে, তাই দলমত নির্বিশেষে সকল মানুষকে আমি আহবান করব, আসুন আমরা ইসলামী আন্দোলনে একত্রিত হয়ে, সৎ লোকের শাসন এবং আদর্শ রাষ্ট্র একটা কায়েম করি, সকল ইসলামী আন্দোলনের মাধ্যমে সফল ইসলামী রাষ্ট্র দিয়েই মানুষের অভাব অনটন দুঃখ দুর্দশা সবকিছু দূর হবে।
আরো মাওলানা ইসমাইল হোসেন বলেন, দেউলিয়া হয়ে গেছে, আপনারা সবাই দেশের পরিস্থিতি জানেন, এ থেকে মুক্তি পেতে হলে, এই দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হতে হবে, কারো কালো হাত ভয় না করে একমাত্র আল্লাহর উপরে ভয় করে, তাদের কালো হাত, তাদের অগ্রাসী সন্ত্রাসী অনুভব ধ্বংস করে দিতে হবে, তাদের চেলা চাওরিদেরকে আমাদের দেশ থেকে বয়কট করতে হবে, তাদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন, আপনারা দেখেছেন তাদের নেতা বলেছে লক্ষ লক্ষ লোক মারা যাবে এ দেশ পরিবর্তন হলে, কিন্তু জামায়াতে ইসলামী-ইসলামী ছাত্র শিবির আদর্শের অনুসারী হওয়ার কারণে, একটি লোককেও হত্যা করে নাই, আমরা সততার পরিচয় দিয়েছি, যাঁরা সততার পরিচয়কে অবহেলা করবে, তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয়, তা আমাদের জানা আছে, তাই আসুন দলমত ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে গরি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুখী দেশ করে ঘরে যাই।
তিনি আরও বলেন, আর আমি সবাইকে আহবান করব, আমাদের ২১শে ডিসেম্বর সম্মানিত আমিরে জামায়াত আসবেন আপনার সবাই দোয়া করবেন যাতে আমাদের প্রোগ্রাম সফল হয়, এবং আপনাদের সবার যাওয়ার জন্য দাওয়াত রইলো, আজকের এই প্রোগ্রামে আপনারা যারা আসছেন অনেক কষ্ট করে, সবাইকে মোবারক বাদ জানিয়ে এদেশের কল্যাণ কামনা করি।
বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে আশরাফুল ইসলাম কামরুল বলেন, আগামি ২১ ডিসেম্বর শনিবার মৌলভীবাজার কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে উক্তি কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলার সবাই দলমত নির্বিশেষে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।
এ ছাড়া আগামী ২১ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর জেলা কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ১০-১২ দিন ধরে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামী পক্ষ থেকে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন দলের নেতাকর্মীরা। এবং শ্রীমঙ্গলের শহর গ্রামগঞ্জের বিভিন্ন জায়গা ব্যপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন দলের নেতাকর্মীরা।