জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান শহীদ এবং আহতদের পুর্নবাসনের ব্যবস্থায় কাজ করবে জাতীয় নাগরিক কমিটি

- আপডেট সময় : ০১:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / 119
জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটাতে গিয়ে সারা দেশে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। এবং প্রায় ত্রিশ হাজারেও বেশি মানুষ আহত হয়ে কেউ পঙ্গু, কেউ মূল্যবান চোখ হারিয়েছেন। শহীদ এবং আহত পরিবার গুলো যেন ঘুরে দাড়াতে পারে আমরা জাতীয় নাগরিক কমিটি সেই সব পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি বর্তমান অন্তবর্তি সরকারকে সহযোগিতা করে যাবো। রবিবার রংপুরের কাউনিয়া উপজেলায় শহীদ এবং আহত পরিবারের লোকজনের সাথে আলাপকালে এসব কথা বলেন জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ আকতার হোসেন।
তিনি রবিবার দুপুরে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া মাঝাপাড়ায় শহীদ বদিউজ্জামান ও একই ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকার শহীদবাগ আব্দুল লতিফ মিয়ার কবর জিয়ারত করেছেন। পরে তিনি শহীদ পরিবারের লোকজনের সাথে কথা বলে সমবেদনা প্রকাশ করেন ।
এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটি মুখপাত্র শামিম হোসেন, আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটি সদস্য শিপন আহম্মেদ, কাউনিয়া উপজেলা সমন্বয়ক শরিফুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
শহীদদের কবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ আকতার হোসেন বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। এই কোন অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন , তাদের পরিবারের পূর্ণবাসনের জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাবে জাতীয় নাগরিক কমিটি।
পরে তিনি তার গ্রামের বাড়ি উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সদরাতালুক গ্রামে পৌছালে সেখানে অপেক্ষমান অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান।