জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর উত্তর দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / 106
মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন-২০২৫ ইং উপলক্ষে জাকের পার্টি ছাত্র ফন্ট্র ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) মহাখালী আই.ডি হাসপাতালের অডিটোরিয়ামের সভাকক্ষে এই ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ কেন্দ্রীয় পরিষদ ও মহানগরের নেতৃবৃন্দ।
জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো. আব্দুল জব্বার বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনও ক্ষমতার রাজনীতি করে নাই। আমাদের দেশের মানুষ অনেক দল ও অনেক নেতাকে অভিভাবক বানিয়েছে, আবার অনেকে চক্রান্তের মাধ্যমে অভিভাবক হয়েছে। ভোট চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন অনেকেই। প্রকৃতপক্ষে কেহই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এসময় বক্তরা বলেন, বাংলাদেশে চরমপন্থার কোন ঠাই নেই। ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। কলেমার ইসলামে আমাদের মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। সকলেই আমরা বাংলাদেশের নাগরিক। সকলে সমান মর্যাদা নিয়ে ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার অক্ষুন্ন রেখে জীবন যাপন করতে পারি-রাষ্ট্রকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
দেশ ও জাতি এক মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।জাকের পার্টির মাধ্যমে প্রকৃত মদিনার সনদের আদলে মদিনা রাষ্ট্র কায়েমে আমাদের সফল হতে হবে। পরাস্ত করতে হবে ষড়যন্ত্রীকারীদের। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নেতৃত্বে বাংলার মুসলমানদের মধ্যে ব্যাপক জাগরণ সৃষ্টি করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কারণ এটি দেশকে বাঁচানোর প্রশ্ন। স্বাধীনতাকে বাঁচানোর প্রশ্ন।
এখন সময় জাতীয় ঐক্যের। জাতীয় ঐক্যর মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনের মহা আহবানে আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৫ বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল, সদরপুর, ফরিদপুরে অনুষ্ঠিত ‘মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন’-এ জাতির মন-মনন পরিবর্তনের মহা আয়োজনে দলে দলে যোগ দেওয়ার আহবান জানান।