জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

- ০৬:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / 279
মঙ্গলবার (১৪ই জানুয়ারি) পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন উপলক্ষে চাপাইনবাবগঞ্জ জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বপন মাহমুদ বলেন, আমাদের দেশের মানুষ অনেক দল ও অনেক নেতাকে অভিভাবক বানিয়েছে, আবার অনেকে চক্রান্তের মাধ্যমে অভিভাবক হয়েছে। জাকের পার্টির রূপকল্প কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য আর জাতীয় ঐক্য গঠনের জন্য জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ব্যাতিত কোন বিকল্প নাই।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এম হাবিবুর রহমান সিদ্দিকী এবং আগামী সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ -১ ( শিবগঞ্জ উপজেলা) আসনের জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী মুহাম্মাদ আব্দুর রহিম আরো উপস্থিত ছিলেন জাকের পার্টি ও জাকের পার্টি ছাত্রফ্রন্টের জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ ।
বক্তারা আরো বলেন, জাতির চেতনা ও মননের জাগরণেই নিহিত কল্যাণ রাষ্ট্রের ভিত্তি। জাতীয় ঐক্যের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনের মহা আহ্বানে আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৫ বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল, সদরপুর, ফরিদপুরে অনুষ্ঠিত পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন; জাতির মন-মনন পরিবর্তনের এই মহা আয়োজনে যোগ দেওয়ার আহ্বান জানান।