বক্সে গান বাজিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

- আপডেট সময় : ১১:১৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 59
জামালপুরের মাদারগঞ্জে চকোলেটের লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) বিকেলের দিকে ধর্ষণের এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম তন্ময়। সে জোড়খালী ইউনিয়নের পশ্চিম চরপরতাবাজু এলাকার রবিউল মণ্ডলের ছেলে।
তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।
আরও পড়ুন: অপূর্বের পরিবারকে সহায়তার আশ্বাস দিলেন তারেক রহমান
ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত তন্ময় তাদের প্রতিবেশী। সোমবার বিকেলে অভিযুক্ত তন্ময় ওই শিশুকে চকোলেট খাওয়ার লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয়। পরে বক্সে গান বাজিয়ে ধর্ষণ করে।
এদিকে ভুক্তভোগী শিশুর মা তাকে খুঁজতে গিয়ে অভিযুক্ত তন্ময়ের বাড়িতে গিয়ে তার মেয়েকে দেখতে পান।
এ সময় শিশুটি তার মাকে পেয়ে কান্নাকাটি শুরু করে। পরে তার মা জিজ্ঞাসা করলে সব ঘটনা তাকে খুলে বলে। এ সময় অভিযুক্ত তন্ময় পালিয়ে যায়।