ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

সাভারে চাচার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 70
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় এক মর্মান্তিক ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে এক ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই চাচা রাসেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাঁইচাবাড়ী এলাকার মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলায়। ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকে অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, ভুক্তভোগী শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে কাঁইচাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। শিশুটির বাবা-মা উভয়েই আশুলিয়ার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিন দিন আগে ভোলা জেলা থেকে শিশুটির চাচা রাসেল চাকরির সন্ধানে তাদের বাড়িতে আসে। মঙ্গলবার সকালে শিশুটির বাবা-মা কারখানায় কাজে গেলে রাসেল ফাঁকা বাসায় একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর রাসেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাটি জানার পর ভুক্তভোগী শিশুটির পরিবার আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাটি তদন্তে নেমেছে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। শিশুটির পরিবার ন্যায়বিচার চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

সাভারে চাচার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৪:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় এক মর্মান্তিক ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে এক ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই চাচা রাসেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাঁইচাবাড়ী এলাকার মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলায়। ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকে অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, ভুক্তভোগী শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে কাঁইচাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। শিশুটির বাবা-মা উভয়েই আশুলিয়ার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিন দিন আগে ভোলা জেলা থেকে শিশুটির চাচা রাসেল চাকরির সন্ধানে তাদের বাড়িতে আসে। মঙ্গলবার সকালে শিশুটির বাবা-মা কারখানায় কাজে গেলে রাসেল ফাঁকা বাসায় একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর রাসেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাটি জানার পর ভুক্তভোগী শিশুটির পরিবার আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাটি তদন্তে নেমেছে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। শিশুটির পরিবার ন্যায়বিচার চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।