চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় সিদ্ধ চালবাহী জাহাজ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 40
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত থেকে আসা সাড়ে ১১ হাজার টন সিদ্ধ চালবাহী একটি জাহাজ। সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল পৌঁছেছে। এছাড়া, সম্প্রতি বন্দরে আসা চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্রুত চাল খালাসের কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।