রঙে রঙিন শ্রাবন্তী: ‘আমাকে বেশি করে রং মাখাও!’

- আপডেট সময় : ০২:৫০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 72
শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই প্রাণোচ্ছল এবং রঙিন মেজাজের। তার নতুন ছবি আমার বস মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে তিনি হাজির হলেন উইন্ডোজ প্রোডাকশনের হোলি পার্টিতে, রঙের উচ্ছ্বাসে মেতে উঠতে।
ছোটবেলা থেকেই রং খেলতে দারুণ পছন্দ শ্রাবন্তীর। স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমি ভীষণভাবে রং খেলতাম ছোটবেলায়। এমন সব রং মাখতাম, যা সচরাচর পাওয়া যায় না—সোনালি, রূপালি! শুধু নিজে মাখতাম না, অন্যদেরও মাখাতাম। সবাইকে জড়িয়ে ধরে বলতাম, আমাকে বেশি করে রং মাখাও!’
তার দিদিরা যেখানে রং এড়িয়ে চলতেন, সেখানে শ্রাবন্তী বরং সবাইকে রং মাখানোর জন্য জোর করতেন। তবে বর্তমানে কাজের ব্যস্ততায় সেই উদ্দাম হোলির আনন্দ যেন হারিয়ে গেছে। তাই এদিন সুযোগ পেয়েই আবিরে রঙিন হলেন, সঙ্গে রাঙালেন অন্যদেরও।
কিন্তু তার ছেলে ঝিনুক কিন্তু মায়ের মতো একদমই নয়! শ্রাবন্তী জানান, ‘ঝিনুক শুধু আবির দিয়ে খেলে, সে আমার মতো এত দুষ্টু নয়। তাই ওর সঙ্গে রং নিয়ে হুল্লোড় করা হয় না।’
এদিকে, শ্রাবন্তীর ভক্তদের জন্য রয়েছে আরও চমক। শীঘ্রই মুক্তি পাচ্ছে তার আমার বস এবং বছরের শেষে আসছে শুভ্রজিৎ মিত্রের ম্যাগনাম ওপাস দেবী চৌধুরানী, যেখানে শ্রাবন্তী থাকবেন নামভূমিকায় আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করবেন ভবানী পাঠকের চরিত্রে।