মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭

- আপডেট সময় : ১০:৪২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 61
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মান্দালয় প্রদেশের এক গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এই হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার সামরিক বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।
মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার রাত ৩টার দিকে সিঙ্গু শহরের লেত প্যান হ্ল্যা গ্রামে বিমান হামলা চালানো হয়। এটি মান্দালয়ের প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।
এই হামলার বিষয়ে মিয়ানমার সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি, বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)। মিয়ানমারে ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশজুড়ে জান্তা-বিরোধী সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।
আরও পড়ুন: অলিম্পিকে ভারতের জন্য খেলতে ফিরতে পারেন বিরাট কোহলি, তবে শর্ত আছে
২০২৩ সালের অক্টোবরের শেষ দিকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে মিয়ানমারের জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ)। এই সংঘাতে ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএ), আরাকান আর্মি (এএ), এবং তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) নেতৃত্ব দিচ্ছে। একত্রে তারা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক সরকার পিপলস ডিফেন্স ফোর্স ও জাতিগত সংখ্যালঘু গেরিলা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা বাড়িয়েছে, যেগুলো একাধিকবার জান্তা বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে। তবে, এই গোষ্ঠীগুলোর কাছে বিমানের হামলা প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই।
গত জুলাইয়ে, মিয়ানমারের প্রধান জান্তাবিরোধী গোষ্ঠী মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্স (এমডিওয়াই-পিডিএফ) সিঙ্গু শহরের দখল নেয়। গোষ্ঠীটি জানিয়েছে, শনিবার লেত প্যান হ্ল্যা গ্রামের জনাকীর্ণ বাজারে বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন শিশু।
এমডিওয়াই-পিডিএফের মুখপাত্র ওসমন্ড জানিয়েছেন, বিমান হামলায় বাজারের পাশে অন্তত ১০টি বাড়ি ধ্বংস হয়েছে। তিনি বলেন, এই হামলা সামরিক উদ্দেশ্যে নয়, বরং বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো হয়েছে।
গত মাসে, মিয়ানমারের একটি স্থানীয় গবেষণা সংস্থা জানিয়েছে, ২০২১ সালে সেনাবাহিনীর ক্ষমতায় আসার পর থেকে জান্তা বাহিনীর হামলায় ২,২২৪ জন বেসামরিক নিহত হয়েছেন এবং ৪,১৫৭ বার বিমান হামলা চালানো হয়েছে, যাতে ৩,৪৬৬ জন আহত হয়েছেন।
সূত্র: এপি, মিয়ানমার নাউ।