গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা: নিহত ২০৫ জনের বেশি

- আপডেট সময় : ০৫:১৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 45
অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২০৫ জনে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
চ্যানেলটির সরাসরি সম্প্রচারিত আপডেটে জানানো হয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে হামলা শুরু করেছে। এই বর্বর হামলায় এখন পর্যন্ত ২০৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর
চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণ।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ভোরে উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলের বোমা হামলায় প্রাণহানি আরও বাড়তে পারে।