রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শিগগিরই পূর্ণ যুদ্ধবিরতি

- ০৪:১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / 160
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি আশা করছেন যে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অচিরেই পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি, আমরা খুব শিগগিরই একটি পূর্ণ যুদ্ধবিরতি দেখতে পাব।” তিনি জানান, বর্তমানে যুদ্ধরত দুই পক্ষের মধ্যে ভূমি বিভাজনসহ বিভিন্ন বিষয়ে একটি চুক্তির জন্য আলোচনা চলছে। এই যুদ্ধ ইতোমধ্যে চতুর্থ বছরে পৌঁছেছে।
আরও পড়ুন: আলমাদার গোলে উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনার শীর্ষস্থান অটুট
তিনি আরও বলেন, “এই মুহূর্তে আলোচনা প্রক্রিয়া চলমান রয়েছে।”
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে যুদ্ধবিরতির সম্ভাবনা আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ট্রাম্পের এই বক্তব্য সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।