গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাস নেতা নিহত

- আপডেট সময় : ০৭:৫৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 42
দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল বারহুম এবং তার সহকারী নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় এই হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, বারহুম চিকিৎসাধীন অবস্থায় হামলার শিকার হয়েছেন।
ইসমাইল বারহুম হামাসের অর্থ-বিষয়ক প্রধান ছিলেন। গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় তিনি প্রাণ হারান। হামাসের ওই কর্মকর্তা জানান, চার দিন আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা “বিস্তৃত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য সংগ্রহ” করার পর হাসপাতালের ভেতরে থাকা এক শীর্ষ হামাস সদস্যকে লক্ষ্য করে হামলা চালায়। তারা আরও দাবি করেছে, “নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে যাতে ক্ষতি সীমিত রাখা যায়।”
তবে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় চিকিৎসকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালের যেই বিভাগটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খালি করা হয়েছে। হামলার পরের ফুটেজে দেখা যায়, লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে।
ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে যে, হামাস হাসপাতালগুলিকে অস্ত্র এবং কমান্ড সেন্টার আড়াল করার জন্য ব্যবহার করছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
এছাড়া, বিবিসির একজন প্রতিবেদক জানিয়েছেন, রবিবার খান ইউনিসে আরও এক ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন।
হাসপাতাল হামলার আগে, রবিবার সকাল পর্যন্ত খান ইউনিস ও রাফায় বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় দুই মাস স্থায়ী যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করেছে ইসরায়েল, যার পর থেকে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।
ইসরায়েল দাবি করেছে, হামাস নতুন মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় তারা হামলা পুনরায় শুরু করেছে। অন্যদিকে, হামাস অভিযোগ করেছে যে, ইসরায়েল জানুয়ারিতে করা মূল চুক্তি থেকে সরে এসেছে।