রাখাইনে বোমা বিস্ফোরণ, আতঙ্কিত টেকনাফবাসী

- ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / 190
মিয়ানমারের রাখাইন রাজ্যে বোমা বিস্ফোরণে আতঙ্কে এপারের মানুষ। রাখাইনে ক্রমাগত গোলাগুলি, মর্টার শেল ও বিমান থেকে বোমা হামলা চলছে। বৃহস্পতিবার রাতে সীমান্তের এপার থেকে গোলা ও মর্টারের বিকট শব্দ এবং বোমা বিস্ফোরণে এপারের মানুষের ঘরবাড়ি কেঁপে উঠছে।
টেকনাফের শাহপরীর দ্বীপ, নোয়াপাড়া, সাবরাং ও পৌরসভা এলাকার মানুষ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আতঙ্কিত ও ভয়ে রয়েছে। বোমা বিস্ফোরণে এপারের ঘরবাড়ি যেভাবে কেঁপে উঠছে, এর আগে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়নি বলে জানান স্থানীয়রা। তারা বলছে দ্বীপের ওপারে নাফ নদের মিয়ানমার সীমান্তে হঠাৎ করে বিমান এসে বোমা ফেলছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপ সীমান্তে ২০ মিনিটের ব্যবধানে চারটি বোমা বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দ শোনা গেছে। এসময় আকাশে বিমান উড়ার শব্দও শুনতে পায় তারা।
দ্বীপের বাসিন্দাদের অভিযোগ এভাবে সীমান্তে তাদের বসবাস অনিরাপদ হয়ে পড়েছে। বোমার শব্দে বাচ্চারা আতঙ্কিত হয়ে কান্নাকাটি করছে। শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে বলে আশংকা করছেন অভিভাবকরা। যেকোনো মুহূর্তে তাদের এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে দুশ্চিন্তায় দিন কাটছেন তারা।
তারা বলছে, এ বিষয়ে সরকারের উচিত রাখাইনের পরিস্থিতি নিয়ে মিয়ানমারের জান্তা সমর্থিত সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কথা বলা। যাতে চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তের মানুষের জানমাল নিরাপদ থাকে।