নতুন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, কামাল আহমেদসহ চারজন

- আপডেট সময় : ০৫:৫৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 30
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ আবেদন মঞ্জুর করেন।
সূত্র জানায়, যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর ও জাহাঙ্গীর আলম হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় কামরুল ইসলাম ও কামাল আহমেদ মজুমদারকে এবং বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়। শুনানির একপর্যায়ে তদন্ত কর্মকর্তারা কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার ও আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অন্যদিকে, মামলার তদন্ত কর্মকর্তা ও এন্টি-টেরোরিজম ইউনিটের পরিদর্শক জাফর আল বিশ্বাস জুনায়েদ আহমেদ পলকের সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
প্রথমে আসামিদের গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয় এবং আদালত তা মঞ্জুর করেন। পরে জুনায়েদ আহমেদ পলকের রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আসামিদের এজলাস থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।