ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / 85
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসানসহ চার জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম জানান, সাকিল আল হাসানের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর একটি চেক জালিয়াতির মামলা হয়। আজ এ মামলায় শুনানি শেষে তাকে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলায় আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

আপডেট সময় : ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসানসহ চার জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম জানান, সাকিল আল হাসানের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর একটি চেক জালিয়াতির মামলা হয়। আজ এ মামলায় শুনানি শেষে তাকে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলায় আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।