ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বাড্ডায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

  • আপডেট সময় : ০৭:২০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 51
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাড্ডার কবরস্থান রোডের খেলার মাঠের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক মো. তানভির (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৬ মার্চ) রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালেই তার মৃত্যু হয়।

নিহত তানভির মুন্সিগঞ্জ সদরের তুর্কি গ্রামের মো. সাহাদুল্লাহর ছেলে। তিনি মধ্য বাড্ডার কবরস্থান রোড এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাইবোনসহ তিনজন নিহত

তানভিরের মা তানিয়া বেগম জানান, বুধবার রাত ১০টার দিকে দোকানের কাজ শেষে তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। কবরস্থানের পাশের গলিতে অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা মোবাইল ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পরিবার তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে সেখানে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাড্ডায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৭:২০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

রাজধানীর বাড্ডার কবরস্থান রোডের খেলার মাঠের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক মো. তানভির (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৬ মার্চ) রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালেই তার মৃত্যু হয়।

নিহত তানভির মুন্সিগঞ্জ সদরের তুর্কি গ্রামের মো. সাহাদুল্লাহর ছেলে। তিনি মধ্য বাড্ডার কবরস্থান রোড এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাইবোনসহ তিনজন নিহত

তানভিরের মা তানিয়া বেগম জানান, বুধবার রাত ১০টার দিকে দোকানের কাজ শেষে তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। কবরস্থানের পাশের গলিতে অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা মোবাইল ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পরিবার তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে সেখানে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।