ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

অনলাইন ডেস্ক
  • ০৩:৩৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 100

ফাইল ছবি

প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া একই সময়ে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কালবৈশাখী ঝড়টি রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর এটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করতে পারে। পরবর্তীতে ঝড়টি রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর ভূমিকা না থাকলে গৃহযুদ্ধ হতো: নুরুল হক

মোস্তফা কামাল পলাশ আরও জানান, শনিবার সারাদিন দেশের বেশিরভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, যা গত শুক্রবারের আবহাওয়ার মতো। দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। তিনি সতর্ক করে বলেন, রংপুর বিভাগে ঝড়ের সময় বজ্রপাতের আশঙ্কা প্রবল। তাই বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে চলাফেরা বা কৃষিকাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রোববারও (২৩ মার্চ) দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে এরপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং গরমের তীব্রতা বৃদ্ধি পাবে।

আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

০৩:৩৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া একই সময়ে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কালবৈশাখী ঝড়টি রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর এটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করতে পারে। পরবর্তীতে ঝড়টি রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর ভূমিকা না থাকলে গৃহযুদ্ধ হতো: নুরুল হক

মোস্তফা কামাল পলাশ আরও জানান, শনিবার সারাদিন দেশের বেশিরভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, যা গত শুক্রবারের আবহাওয়ার মতো। দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। তিনি সতর্ক করে বলেন, রংপুর বিভাগে ঝড়ের সময় বজ্রপাতের আশঙ্কা প্রবল। তাই বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে চলাফেরা বা কৃষিকাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রোববারও (২৩ মার্চ) দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে এরপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং গরমের তীব্রতা বৃদ্ধি পাবে।