২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
- ০৪:১৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 96
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতা ও প্রস্তুতির জন্য আগামী ২৫ মার্চ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এছাড়া, ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, আমন্ত্রিত ভিভিআইপি, ভিআইপি এবং অন্যান্য অতিথিরা স্মৃতিসৌধ থেকে চলে যাওয়ার আগ পর্যন্তও সাধারণের প্রবেশ বন্ধ রাখা হবে।
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগানের কোনো ক্ষতি যেন না হয়, সেজন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, স্মৃতিসৌধের পবিত্রতা ও সামগ্রিক সৌন্দর্য রক্ষায় সকলের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।