তাপমাত্রা বাড়ছে, আকাশে মেঘের আনাগোনা

- ০৫:১৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 116
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সঙ্গে আকাশে মাঝেমধ্যে মেঘ দেখা গেলেও বেশিরভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের প্রভাব রয়েছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপও বিরাজ করছে। এর জেরে আগামী ২৪ ঘণ্টায় আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা অবশ্য সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টাও একই রকম আবহাওয়া থাকবে। মেঘের আনাগোনা থাকলেও শুষ্কতাই মূল চিত্র। তাপমাত্রাও আরেকটু চড়তে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া একই থাকবে, তবে তাপমাত্রা তখন আর খুব বাড়বে না।
এদিকে, আগামী পাঁচ দিনে আবহাওয়ায় তেমন কোনো বড় পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।