ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 50
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন যে, নতুন বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী হবে। তিনি এই মন্তব্য করেন গত বুধবার।

ড. সালেহউদ্দিন বলেন, “২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করি, যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তাঁদের অবদানের কারণেই আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, সেটিও একটি ঐতিহাসিক মুহূর্ত। তাঁর মতে, স্বাধীনতা দিবস এবং ৫ আগস্ট—এই দুটি দিনই দেশের জন্য গৌরবময়। তিনি জোর দিয়ে বলেন, “এই দিনগুলো আমাদের প্রত্যেকের জন্য শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা উচিত।”

নতুন বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা চাই বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাক। এই লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৩২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন যে, নতুন বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী হবে। তিনি এই মন্তব্য করেন গত বুধবার।

ড. সালেহউদ্দিন বলেন, “২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করি, যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তাঁদের অবদানের কারণেই আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, সেটিও একটি ঐতিহাসিক মুহূর্ত। তাঁর মতে, স্বাধীনতা দিবস এবং ৫ আগস্ট—এই দুটি দিনই দেশের জন্য গৌরবময়। তিনি জোর দিয়ে বলেন, “এই দিনগুলো আমাদের প্রত্যেকের জন্য শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা উচিত।”

নতুন বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা চাই বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাক। এই লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।