ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

পদোন্নতি পাচ্ছেন আ. লীগের আমলে বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 102
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে জনপ্রশাসনে বঞ্চিত ৭৬৪ জন সাবেক কর্মকর্তাকে পদমর্যাদা ও আর্থিক সুবিধা দেওয়া হবে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকার গঠিত এ–সংক্রান্ত কমিটি, ৭৬৪ জনকে উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতির সুপারিশ করেছে।

এদিকে সকাল ১০টা থেকে ড. মো. মোখলেস উর রহমানের দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন ‘বঞ্চিত’ কর্মকর্তারা।
তাদের দাবি, দ্রুত প্রজ্ঞাপন।

জ্যেষ্ঠ সচিব বলেন, ‘ন্যুনতম একটি প্রক্রিয়ার ব্যাপার আছে। এ বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের একটি নির্দেশনা লাগবে। তবে ইতিবাচক।
চাকরির কিছু বিধিবিধান আছে। এটি মানতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।’
জানা গেছে, কমিটি সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিবের সমান বেতন গ্রেড) এ ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন ও উপসচিব পদে চারজনকে পদোন্নতির সুপারিশ করেছে।

যেহেতু তাঁরা অবসরে গেছেন, সে জন্য তাঁদের ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দেওয়া যেতে পারে বলে সুপারিশ করে কমিটি।
এদিকে অন্তর্বর্তী সরকার সরকারি সব চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জ্যেষ্ঠ সচিব। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরো কিছু আর্থিক সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরে গিয়ে যারা পেনশন ভোগ করছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেবে সরকার।

তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী।
তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে।

নিউজটি শেয়ার করুন

পদোন্নতি পাচ্ছেন আ. লীগের আমলে বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা

আপডেট সময় : ১১:১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে জনপ্রশাসনে বঞ্চিত ৭৬৪ জন সাবেক কর্মকর্তাকে পদমর্যাদা ও আর্থিক সুবিধা দেওয়া হবে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকার গঠিত এ–সংক্রান্ত কমিটি, ৭৬৪ জনকে উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতির সুপারিশ করেছে।

এদিকে সকাল ১০টা থেকে ড. মো. মোখলেস উর রহমানের দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন ‘বঞ্চিত’ কর্মকর্তারা।
তাদের দাবি, দ্রুত প্রজ্ঞাপন।

জ্যেষ্ঠ সচিব বলেন, ‘ন্যুনতম একটি প্রক্রিয়ার ব্যাপার আছে। এ বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের একটি নির্দেশনা লাগবে। তবে ইতিবাচক।
চাকরির কিছু বিধিবিধান আছে। এটি মানতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।’
জানা গেছে, কমিটি সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিবের সমান বেতন গ্রেড) এ ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন ও উপসচিব পদে চারজনকে পদোন্নতির সুপারিশ করেছে।

যেহেতু তাঁরা অবসরে গেছেন, সে জন্য তাঁদের ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দেওয়া যেতে পারে বলে সুপারিশ করে কমিটি।
এদিকে অন্তর্বর্তী সরকার সরকারি সব চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জ্যেষ্ঠ সচিব। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরো কিছু আর্থিক সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরে গিয়ে যারা পেনশন ভোগ করছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেবে সরকার।

তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী।
তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে।