সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন করতে প্রস্তুত কমিশন: সিইসি
- আপডেট সময় : ০৭:৫৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / 23
জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নাসির উদ্দীন বলেছেন, সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন করতে প্রস্তুত কমিশন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোই প্রধান স্টেকহোল্ডার। সবার সঙ্গে আলোচনা করবে কমিশন। আওয়ামী লীগের আসা না আসা রাজনৈতিক ফয়সালার বিষয়। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।
রোডম্যাপ ঘোষণা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটা সময়সীমা তো ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আমরা এগোবো। তবে কাজ করার জন্য আমাদের নিজস্ব একটি কর্মপরিকল্পনা তো থাকবেই।
সুষ্ঠুভাবে ভোট করার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রয়োজনে ভোটার তালিকা আইন পরিবর্তন করা হবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারে সে জন্য প্রয়োজনে আইন বিধিতে পরিবর্তন আনা হবে। এখানে কমিশনের কোনো এজেন্ডা নেই বলেও জানান সিইসি।
তিনি বলেন, তরুণ প্রজন্ম এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখা হবে।