ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
**সদ্যপ্রাপ্ত সংবাদ**
Logo শেখ মুজিবের জন্য ১০ লাখ মানুষ মারা গেছে: শফিকুল আলম Logo আমরা বেঁচে থাকতে সীমান্তে কেউ আসতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মৌলভীবাজারে যুবদল নেতা ছুরিকাঘাতে নিহত Logo মৌলভীবাজারে শাহ মোস্তফা (রহ.)-এর ওরসে হাজারও ভক্ত অনুরাগী ও দর্শনার্থীদের সমাগম Logo গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ছাড়া এই সরকার বেআইনি ও অবৈধ Logo সংস্কার প্রতিবেদন থেকে নতুন চার্টার, তার ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি’র ফলাফল প্রকাশ Logo জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্র সম্মেলন অনুষ্ঠিত Logo শেরপুরে চলছে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা Logo মনে রাখবেন যারা অন্যায় করের তারা সংখ্যায় কম, আপনারা দাঁড়িয়ে গেলে শেখ হাসিনার মতো পালিয়ে যাবে: সারজিস আলম

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে, দিনক্ষণ জানাবে ইসি: শফিকুল আলম

প্রথম পোস্ট প্রতিবেদন
  • আপডেট সময় : ০৩:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / 24
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন নিয়ে পরিষ্কার রোডম্যাপ দেয়া হয়েছে। এর থেকে আর কি পরিষ্কার রোডম্যাপ হতে পারে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেই দিয়েছেন ২০২৫ এর ডিসেম্বর বা ২৬ এর ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের সঠিক দিন তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। শিক্ষা মন্ত্রণালয়ে ব্যাপক ঘুষ-দুর্নীতি হয়, যা কারোর অজানা নয়। স্কুল-কলেজে বদলি ও পদোন্নতিতে এসব ঘুষ-দুর্নীতির ঘটনা ঘটে। শিক্ষাখাতের দুর্নীতি সমূলে বন্ধে কাজ করা হচ্ছে। শুধু তাই নয়, শিক্ষাখাতের গুণগত মান বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার।

 

শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এখনই কমিশনের বিষয়ে তেমন কিছু বলার সময় আসেনি। তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে। নবম ও দশম শ্রেণির টেক্সট বুক পরিমার্জন করে আধুনিক করা হবে।

প্রেস সচিব আরো বলেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস/মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন করা হবে। দ্রুতই বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া হবে আইসিটি শিক্ষাকে। বিশ্বের অন্যান্য দেশের বিচারে আমাদের শিক্ষাখাতে যে বাজেট বরাদ্দ দেয়া হয়, তা খুবই কম। বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষায় কাঙিক্ষত বরাদ্দ দেয়নি। বরং কোনো কোনো ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে। আশা করা যায়, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হবে।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নাসির উদ্দীন বলেন, সরকার যখনই নির্বাচনের কথা বলবে, তা আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত । প্রধান উপদেষ্টা একটা সময়সীমা ঘোষণা করেছেন। সেই অনুসারে এগুনোর চেষ্টা করবো। তবে কাজ করার জন্য আমাদের নিজস্ব একটি কর্মপরিকল্পনা আছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ইঙ্গিত দিয়েছেন, সেটা জাতীয় সংসদ নির্বাচন। তিনি স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কিছু বলেননি। আমাদের যারা স্টেকহোল্ডার, রাজনৈতিক দল– তারাও সংসদ নির্বাচনের কথা বলেছেন। তারা অন্তর্বর্তী সরকারের থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছেন। কাজেই আমরা সংসদ নির্বাচনের কথা ভাবছি।

সীমানা পুনঃনির্ধারণ প্রশ্নে এ এম এম নাসির উদ্দিন বলেন, সীমানা পুনঃনির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতের সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়। কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত কোনো সীমানা পুনঃনির্ধারণ হয়ে থাকে, আমরা সেটা অবশ্যই দেখব। নির্বাচন ২০০১ সালের সীমানায় হবে না, বর্তমানের ভিত্তিতে হবে, বিষয়টি তা নয়। আমরা ন্যায্যতার ভিত্তিতে এটা করব।

বিদ্যমান ভোটার তালিকায় নির্বাচন হবে না কি নতুন ভোটার তালিকা করবেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ২ মাস পর আমাদের হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। এরপর আমরা প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করব। অনেকে মারা গেছেন। অনেকে বাদ পড়েছেন। অনেক বিদেশিরা ভোটার হয়েছেন। ভোটারের ডুপ্লিকেশন হয়েছে। এমন তথ্য আমরা পাচ্ছি। এগুলো খতিয়ে দেখে আমরা ওই তালিকা সংশোধন করব। ওই সংশোধিত তালিকার আলোকেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ নেয়া নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে, এ ব্যাপারে কমিশন কোনো মন্তব্য করবে না। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে ব্যালটে ভোট হবে। ইভিএম এ নয়।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে, দিনক্ষণ জানাবে ইসি: শফিকুল আলম

আপডেট সময় : ০৩:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন নিয়ে পরিষ্কার রোডম্যাপ দেয়া হয়েছে। এর থেকে আর কি পরিষ্কার রোডম্যাপ হতে পারে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেই দিয়েছেন ২০২৫ এর ডিসেম্বর বা ২৬ এর ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের সঠিক দিন তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। শিক্ষা মন্ত্রণালয়ে ব্যাপক ঘুষ-দুর্নীতি হয়, যা কারোর অজানা নয়। স্কুল-কলেজে বদলি ও পদোন্নতিতে এসব ঘুষ-দুর্নীতির ঘটনা ঘটে। শিক্ষাখাতের দুর্নীতি সমূলে বন্ধে কাজ করা হচ্ছে। শুধু তাই নয়, শিক্ষাখাতের গুণগত মান বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার।

 

শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এখনই কমিশনের বিষয়ে তেমন কিছু বলার সময় আসেনি। তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে। নবম ও দশম শ্রেণির টেক্সট বুক পরিমার্জন করে আধুনিক করা হবে।

প্রেস সচিব আরো বলেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস/মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন করা হবে। দ্রুতই বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া হবে আইসিটি শিক্ষাকে। বিশ্বের অন্যান্য দেশের বিচারে আমাদের শিক্ষাখাতে যে বাজেট বরাদ্দ দেয়া হয়, তা খুবই কম। বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষায় কাঙিক্ষত বরাদ্দ দেয়নি। বরং কোনো কোনো ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে। আশা করা যায়, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হবে।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নাসির উদ্দীন বলেন, সরকার যখনই নির্বাচনের কথা বলবে, তা আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত । প্রধান উপদেষ্টা একটা সময়সীমা ঘোষণা করেছেন। সেই অনুসারে এগুনোর চেষ্টা করবো। তবে কাজ করার জন্য আমাদের নিজস্ব একটি কর্মপরিকল্পনা আছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ইঙ্গিত দিয়েছেন, সেটা জাতীয় সংসদ নির্বাচন। তিনি স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কিছু বলেননি। আমাদের যারা স্টেকহোল্ডার, রাজনৈতিক দল– তারাও সংসদ নির্বাচনের কথা বলেছেন। তারা অন্তর্বর্তী সরকারের থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছেন। কাজেই আমরা সংসদ নির্বাচনের কথা ভাবছি।

সীমানা পুনঃনির্ধারণ প্রশ্নে এ এম এম নাসির উদ্দিন বলেন, সীমানা পুনঃনির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতের সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়। কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত কোনো সীমানা পুনঃনির্ধারণ হয়ে থাকে, আমরা সেটা অবশ্যই দেখব। নির্বাচন ২০০১ সালের সীমানায় হবে না, বর্তমানের ভিত্তিতে হবে, বিষয়টি তা নয়। আমরা ন্যায্যতার ভিত্তিতে এটা করব।

বিদ্যমান ভোটার তালিকায় নির্বাচন হবে না কি নতুন ভোটার তালিকা করবেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ২ মাস পর আমাদের হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। এরপর আমরা প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করব। অনেকে মারা গেছেন। অনেকে বাদ পড়েছেন। অনেক বিদেশিরা ভোটার হয়েছেন। ভোটারের ডুপ্লিকেশন হয়েছে। এমন তথ্য আমরা পাচ্ছি। এগুলো খতিয়ে দেখে আমরা ওই তালিকা সংশোধন করব। ওই সংশোধিত তালিকার আলোকেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ নেয়া নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে, এ ব্যাপারে কমিশন কোনো মন্তব্য করবে না। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে ব্যালটে ভোট হবে। ইভিএম এ নয়।