বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাকের পার্টি চেয়ারম্যানের গভীর শোক

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / 153
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল গাইবান্ধা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বুলুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম মোফাজ্জল হোসেন বুলু ছিলেন একনিষ্ঠ রাজনৈতিক নেতা ও মুক্তিযোদ্ধা। তার মৃত্যু দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
উল্লেখ্য, মোফাজ্জল হোসেন বুলু দীর্ঘদিন ধরে জাকের পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রথম পোস্ট/শরিফ