গাজার ওপর অব্যাহত নিপীড়ন: মানবতার চূড়ান্ত পরাজয়- ড. সায়েম আমীর ফয়সাল

- আপডেট সময় : ০৭:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 286
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সাল। তিনি তার ফেসবুক পেজে এক পোস্টে বলেন, “যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েও বারবার প্রতারণা করেছে ইসরায়েল—এটাই প্রথম নয়, এটাই শেষও নয়। গাজার নিরপরাধ মানুষের ওপর চলা এই নির্যাতন, রক্তপাত ও মানবিক বিপর্যয় কি বিশ্বনেতাদের হৃদয় স্পর্শ করবে না?”
তিনি উল্লেখ করেন, গত আট দশকে মানবতার সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডির মধ্যে একটি হলো ফিলিস্তিনিদের ওপর এই দমন-পীড়ন। শিশুদের কান্না, মায়ের আর্তনাদ ও ধ্বংসযজ্ঞের মধ্যে চাপা পড়া স্বপ্নের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, “কখনও কি তথাকথিত বিশ্বশান্তির বিবেক জাগ্রত হবে? নাকি মানবাধিকারের সব নীতি শুধুমাত্র বিশেষ কিছু জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত?”
আরো পড়ুন:চাঁপাইনবাবগঞ্জে জাকের পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ড. সায়েম আমীর ফয়সাল আরও বলেন, “গাজার মানুষের জন্য আমরা আল্লাহর রহমত, শক্তি ও ধৈর্যের কামনা করি। কিন্তু নির্লজ্জভাবে পদদলিত জাতিসত্তার এই সংকটে আমাদের অটল থাকতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও ন্যায়বিচার নিশ্চিত করাই চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। “শান্তি কেবল তখনই আসবে, যখন দখলদারদের অবসান ঘটবে, যখন অন্যায়ভাবে রক্ত ঝরানোর ঘৃণ্য চিত্রের শেষ হবে।”
তিনি তার পোস্টের শেষাংশে দৃঢ় প্রত্যয়ে বলেন, “ফিলিস্তিন মুক্ত হবে, ইনশাআল্লাহ!”
ড. সায়েম আমীর ফয়সালের এই প্রতিবাদমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে ফিলিস্তিনের জন্য ন্যায়বিচার ও মানবাধিকারের দাবি তুলেছেন।