মহান স্বাধীনতা দিবসে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

- আপডেট সময় : ০৩:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 55

{"uid":"c9371fd6-0005-40a4-99ba-d563edb725a3","fte_image_ids":[],"remix_data":[],"origin":"unknown","total_effects_time":0,"total_effects_actions":0,"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"total_editor_time":53,"total_editor_actions":{},"photos_added":0,"effects_applied":0,"effects_tried":0,"longitude":-1,"latitude":-1,"is_sticker":true,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"tools_used":{"crop":1,"resize":2}}
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাকের পার্টি মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়েও পুষ্পস্তবক অর্পণ করে দলটি।
এর আগে ভোরে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব শাখা অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এতে আরও উপস্থিত ছিলেন দলের অতিরিক্ত মহাসচিব শামসুদ্দীন মোল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আ. লতিফ খান যুবরাজ, মুক্তিযোদ্ধা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুফ, চিকিৎসক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ইয়াসিনউল্লাহ শরীফ, ঢাকা জেলা জাকের পার্টি (দক্ষিণ) সভাপতি আ. রাজ্জাক, ঢাকা জেলা (উত্তর) যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল দেওয়ানসহ দলটির নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।
দিবসটি উপলক্ষে বিকেলে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।