২০২৪ সালে বিএনপির আয় ১৫ কোটি ছাড়াল

- ১২:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 35
মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আয় বেড়েছে প্রায় ১৪ গুণ। দলের ব্যয়েও এসেছে বড় পরিবর্তন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে চার কোটি ৮০ লাখ চার হাজার ৮২৩ টাকা।
এর ঠিক এক বছর আগে, ২০২৩ সালে দলটির আয় ছিল মাত্র ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা, এবং ব্যয় হয়েছিল তিন কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। অর্থাৎ ২০২৪ সালে বিএনপির আয়ে যেমন প্রবল উল্লম্ফন ঘটেছে, তেমনি ব্যয়েও দেখা গেছে উল্লেখযোগ্য বৃদ্ধি।
রোববার বিএনপির একটি প্রতিনিধিদল দলটির ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, “২০২৪ সালে আয় ব্যয়ের তুলনায় বেশি হওয়ায় দলের হাতে উদ্বৃত্ত অর্থ রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা, যা বর্তমানে ব্যাংক হিসাবে জমা রয়েছে।”
রিজভী আরও জানান, দলটির আয়ের উৎসের মধ্যে রয়েছে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের মাসিক চাঁদা, বইপত্র বিক্রির আয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান, এবং ব্যাংক সুদ।
অন্যদিকে ব্যয়ের খাতগুলোতে অন্তর্ভুক্ত ছিল: বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, বিভিন্ন ব্যক্তিকে আর্থিক সহায়তা, পোস্টার ও লিফলেট ছাপানো, বিভিন্ন সভার হল ভাড়া, দাপ্তরিক কাগজপত্র মুদ্রণ, রমজানে ইফতার মাহফিল আয়োজন এবং অন্যান্য আনুষ্ঠানিক খরচ।
উল্লেখ্য, ২০২২ সালে বিএনপির আয় ছিল পাঁচ কোটি ৯২ লাখ চার হাজার ৬৩২ টাকা এবং ব্যয় হয়েছিল তিন কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। সেই অনুযায়ী আজ হিসাব জমা দিয়েছে বিএনপি।