মৌলভীবাজারে দুই উপজেলায় সমন্বয়ক কমিটির আয়োজনে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / 108
মৌলভীবাজার দুই উপজেলায় সমন্বয়ক কমিটির আয়োজনে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ইং জুড়ি উপজেলায় একটি হলে ও বড়লেখা উপজেলায় অন্য একটি হলে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে সমন্বয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ সকল শ্রেনীর মানুষকে পাশে গিয়ে বুঝাতে হবে স্বৈরাচার সরকারের অস্বাভাবিক দুর্নীতি, শিক্ষা ব্যবস্তা ও দেশের অর্থনীতি পঙ্গু করে বাংলাদেশ ও জনগণ কে বিশ্ব থেকে অনেক পিছিয়ে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা ঋণের বুঝা নিয়ে রাষ্ট্র এগুতে হচ্ছে।
বাংলাদেশ কে উন্নত সমৃদ্ধিশীল পরিপূর্ণ একটি রাষ্ট্র গঠনে ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য।
তিনি আরো বলেন স্বৈরাচার মুক্ত করতে বিগত দেড় যুগ আন্দোলন সংগ্রামে যে সকল নেতা কর্মী মাঠে ছিলেন, বাংলাদেশ কে মুক্ত করতে জীবন ঝুঁকি নিয়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন সেই সকল নেতৃবৃন্দ কে আগামী রাষ্ট্র গঠনে বিএনপি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। এবং যে সকল নেতৃবৃন্দ মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছেন সেই সকল নেতাকর্মী কে অগ্রাধীকার দেওয়া হবে। আমরা এই দলকে কোন্দল ও দ্বিধা ভুক্ত থেকে মুক্তি করতে চাই, তাই আগামী নির্বাচনে ধানের কান্ডারিকে জয়যুক্ত করতে ত্যাগি যোগ্য ব্যক্তিকে দলকে পুর্নগঠনের দায়িত্ব দেওয়া হবে।
সেই নেতা সন্মেলন ও কাউন্সিলের মাধ্যমে তৃনমূল বিএনপি গঠিত করবেন।
কর্মীসভা লক্ষ্যে স্হানীয় নেতৃবৃন্দ কে একযোগে সফল্য মন্ডিত রাখতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ ফয়ছল আহমদ, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা সদস্য মোশাররফ হোসেন বাদশা, জেলা সদস্য এম এ মুকিত, সদস্য আশিক মোশাররফ, সদস্য নাছির উদ্দিন মিঠু, সদস্য মতিন বকস্, সদস্য মুহিতুর রহমান হেলাল, সদস্য এম এ হক, এডভোকেট বকসি জুৃবায়ের আহমদ, আব্দুল হাফিজ, সদস্য আনিসুজ্জামান বায়েছ, জেলার সাবেক সদস্য আনোয়ারুল হক সহ প্রমুখ।
জুড়ি উপজেলায় দুপুরে সঞ্চলনা করেন, জেলা বিএনপি’র সদস্য ও সমন্বয় সেলিম মোঃ সালাহউদ্দিন, এবং বড়লেখা উপজেলায় বিকেলে সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সদস্য, (পিপি নারী ও শিশু) এডভোকেট বকসি জুবায়ের আহমদ।